ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রপতির সঙ্গে সাউদার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
রাষ্ট্রপতির সঙ্গে সাউদার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিনের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন শিল্পপতি খলিলুর রহমান। 

চট্টগ্রাম: নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শিল্পপতি খলিলুর রহমান।  

সম্প্রতি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিনের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন খলিলুর রহমান।

 

এ সময় তিনি সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কুশল বিনিময় করেন।

অনেক কর্মব্যস্ততার মধ্যেও দেখা করার সুযোগ করে দেওয়ায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান।

 

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।