ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাক্তাই খালের পাড়ে মেয়র যা দেখলেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
চাক্তাই খালের পাড়ে মেয়র যা দেখলেন

চট্টগ্রাম: নগরের দুঃখ খ্যাত চাক্তাই খালের চামড়ার গুদাম এলাকা পরিদর্শন করেছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।  

বুধবার (৯ আগস্ট) চামড়া গুদাম ব্রিজের নিচে বাঁধে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি।

এ সময় নালা-খালে অবাধে প্লাস্টিক-পলিথিন আর কর্কশিট নিক্ষেপ চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা তীব্র করে তুলছে বলে মন্তব্য করেন মেয়র।  

তিনি বলেন, জনগণ সচেতন হওয়ায় নগরের আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এখন অন্য যেকোনো সময়ের চেয়ে সুশৃঙ্খলভাবে চলছে।

তবে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাস্টিক-পলিথিনের প্যাকেজিং ব্যবহার করছে এবং সেসব প্যাকেজিং যথাযথভাবে চসিকের কাছে পৌঁছাচ্ছে না। যেমন অনেক দোকান ওয়ান টাইম কাপ ও পলিথিনের প্যাকেজিংয়ের পণ্য বিক্রি করছে। সে পণ্য ব্যবহারের পর দোকানে বিন না থাকায় প্যাকেজিংটি দোকানদার ও সাধারণ মানুষ সরাসরি রাস্তা বা নালায় ফেলছে। এসব প্যাকেজিং প্রোডাক্ট অপচনশীল হওয়ায় তা নালায় জমে জলাবদ্ধতার তীব্রতা বাড়াচ্ছে।  

শিগগিরই যেসব ব্যবসা প্রতিষ্ঠান ময়লার বিন না রেখে দোকানের ময়লা সরাসরি নালায় ফেলছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।  

এ সময় মেয়রের সঙ্গে থাকা কাউন্সিলর নুরুল হকের মাধ্যমে এলাকাবাসী ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরলে মেয়র কর্মকর্তাদের তা সমাধানে মৌখিক নির্দেশনা দেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।