ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বন্য শুকরের মাংসসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, সেপ্টেম্বর ১৩, ২০২৩
বাঁশখালীতে বন্য শুকরের মাংসসহ যুবক আটক

চট্টগ্রাম: বাঁশখালীতে এক মণ বন্য শুকরের মাংসসহ প্রান্ত বৈদ্য নামের এক যুবককে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে বাঁশখালী প্রধান সড়কের কালীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী শিকার করে মাংস বিক্রয় করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রান্ত বৈদ্য নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বন্য প্রাণী হত্যার আইনে মামলা করা হয়।

পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।