ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণপরিবহনে ইয়াবা পাচার, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
গণপরিবহনে ইয়াবা পাচার, যুবক গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী এলাকায় খুলনাগামী একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতার মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) পিরোজপুর জেলার কাউখালী থানার মধ্যম শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গণপরিবহনে ইয়াবা নিয়ে বাসযোগে কক্সবাজার থেকে খুলনার দিকে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় খুলনাগামী জিএস ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে মো. মহিদুল ইসলাম মৃধার কাঁধের ব্যাগ থেকে ৪ হাজার ৬শ পিস ইয়াবা  উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরও জানান, মৃধা দীর্ঘদিন যাবৎ ইয়াবা কক্সবাজার এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।