ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৩ ফাইল ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৪৩ জন।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবারও ১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন রোগী।

তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ৮৯২ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ২১ জন।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।