ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারে চসিক মেয়রের ত্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, অক্টোবর ৪, ২০২৩
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারে চসিক মেয়রের ত্রাণ

চট্টগ্রাম: নগরের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।

 

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মেয়র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীকে সঙ্গে নিয়ে আমিন কলোনি পরিদর্শন করেন।  

মেয়র বলেন, অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা।

আমাদের সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা সচেতন হলে এসব দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়।  

তিনি ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারে ২০ কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।  

এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ সরকার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।