ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বটতলায় গভীর রাতে বাসে আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, অক্টোবর ৩১, ২০২৩
বটতলায় গভীর রাতে বাসে আগুন 

চট্টগ্রাম: নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের টেনারি বটতলা এলাকায় গভীর রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, রাত আনুমানিক পৌনে চারটার দিকে খবর পাই।

পরে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার উপ পরিদর্শক (এসআই) মো. বশির গাজী বাংলানিউজকে বলেন, রাস্তার পাশে পার্কিং করা চট্টমেট্টো-জ-১১-০৫৩৭ নম্বারের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।  ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।