ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল থেকে ৫ দালাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, নভেম্বর ১১, ২০২৩
চমেক হাসপাতাল থেকে ৫ দালাল গ্রেফতার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহিঃর্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে ৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালখালীর বাহাদুর পাড়ার মো.নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ডের আলী আহমদের ছেলে আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), ভোলার লালমোহন থানার আনিছ মিয়ার হাট আদেলার বাড়ির মিল্লাত হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কাজীপাড়ার মো. বাচ্চু মিয়ার ছেলে শামীম (২৮) ও লোহাগাড়ার পহরচান্দা এলাকার মুজাফফর আহমেদের ছেলে ওমর ফারুক (৩২)।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।

তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।