চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে উঠেছে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ। মৃত্যুর ২৪ ঘণ্টা পর বুধবার (৯ জুলাই) সকালে সমিতিপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদের লাশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী।
এর আগে মঙলবার (৮ জুলাই) সকালে কক্সবাজারের হিমছড়ি জাদুঘর এলাকার সৈকতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ।
ঘটনার দিন (মঙ্গলবার) উদ্ধার করা হয় সাবাবের লাশ। বুধবার সকালে পাওয়া গেল আসিফের লাশ। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।
জানা গেছে, পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে সৈকতে প্রাণ হারান তারা। পাঁচজনই ছিলেন শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। সোমবার রাতে হিমছড়িতে অবস্থানের পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সৈকতে নামেন তারা।
সহপাঠী ফারহান বলেন, শুরুতে কেউই নামতে চায়নি। সাবাব প্রথমে নেমে গেলে তার দেখাদেখি আসিফ আর অরিত্রও নামে। প্রথমে ঢেউ শান্ত থাকলেও হঠাৎ বড় ঢেউ এসে ওদের টেনে নিয়ে যায়।
চবির সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল বলেন, সাবাবের লাশ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে ভেসে উঠেছে আসিফের লাশ। নিখোঁজ অরিত্র হাসানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
এমএ/টিসি