ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি সরিয়ে নিয়েছে ৫০ কিমি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি সরিয়ে নিয়েছে ৫০ কিমি

চট্টগ্রাম: ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে আগের অবস্থান থেকে আরও ৪৫-৫০ কিলোমিটার সরিয়ে নিয়েছে।  

শুক্রবার (১৫ মার্চ) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

 

তিনি বলেন, গতকালের নোঙর করা পয়েন্ট থেকে ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার গোদবজিরান (Godobjiraan) উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।

এখনো পর্যন্ত জলদস্যুরা কোনো পক্ষের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানান শাখাওয়াত হোসেন।  

বাংলাদেশ সময় : ২২৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।