ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ভাদ্র ১৪৩১, ২৯ আগস্ট ২০২৪, ২৩ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেসামরিক লাইসেন্সের অস্ত্র  ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
বেসামরিক লাইসেন্সের অস্ত্র  ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

চট্টগ্রাম: গত সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।  

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেসি থেকে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক ব্যক্তিকে দেওয়া হয়েছে তাদের লাইসেন্সও স্থগিত হয়েছে।

এসব লাইসেন্সের বিপরীতে কেনা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।  

পিআইডি চট্টগ্রামের তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

 

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় তথ্য বিবরণীতে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।