ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিম ও মুরগির দোকানে অভিযান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
ডিম ও মুরগির দোকানে অভিযান  ...

চট্টগ্রাম: ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রিয়াজউদ্দিন বাজারে তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (৬ অক্টোবর) অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় সিএমপি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে।

এতে অংশ নেন উপপরিচালক মোহাম্মদ  ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।
 
অভিযানকালে মতিনের ডিমের দোকানে অস্বাভাবিক মূল্যে ডিম বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা, মেসার্স আবুল বশর সওদাগরের ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং সালমা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

গরিবে নেওয়াজ মুরগির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা এবং  শাহ আমানত পোল্ট্রি সেলস সেন্টারকে ৫ হাজার-টাকা ও 'লোকমানের মরিচের পাইকারি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ  ফয়েজ উল্যাহ।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।