ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমীর হুমায়নকে অভিনন্দন জানাল সিআইইউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
আমীর হুমায়নকে অভিনন্দন জানাল সিআইইউ ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টির সদস্য আমীর হুমায়ন মাহমুদ চৌধুরী থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ৩৭তম সিন্ডিকেট সভা।

এতে আমীর হুমায়ন মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

এই সময় সিআইইউর সব সিন্ডিকেট সদস্য, ট্রেজারার, বিভিন্ন  অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় সিআইইউর বাজেট অনুমোদন, নিয়োগ নীতিমালা, কনভোকেশনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

সম্মাননা পাওয়ার বিষয়ে সিআইইউর ট্রাস্টি আমীর হুমায়ন মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল হিসেবে দীর্ঘ ১৮ বছর ধরে থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন তিনি। এই অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা তুলে দেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওযুহুয়া।

সিন্ডিকেট বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউর ট্রাস্টি দিলরুবা আহমেদ, ট্রেজারার, সরকার কর্তৃক মনোনীত সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, ইউজিসি কর্তৃক মনোনীত সদস্য চুয়েটের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সদস্য অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত, রেজিস্ট্রার এবং সিন্ডিকেটের সদস্য সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।