চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চার স্থান সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই একই দিনে দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়।
পূজার আনুষ্ঠানিকতা না থাকায় রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার অনুরোধ করছেন মহানগর পূজা উদযাপন পরিষদ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১২ টা থেকে প্রতিমা বিসর্জনের কথা রয়েছে। তবে আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য বিসর্জন দেওয়ার স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এদিকে, পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমআর/টিসি