চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আল্লাহ ও রাসুলের পথে যারা থাকবে তারাই সত্যিকারের মুমিন হিসেবে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবেন। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য।
সোমবার (৯ ডিসেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার শাখার উদ্যোগে নোয়াপাড়া পথেরহাট চত্বরে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম রাউজানের প্রধান উপদেষ্টা মাওলানা শেহাবউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা শাহ আনোয়ার হোসাইন, মাওলানা হেলাল উদ্দীন জমিরি। প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।
মাওলানা কেফায়েত উল্লাহর সঞ্চলনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন হেফাজতে ইসলাম রাউজানের সভাপতি মাওলানা একেএম আলমগীর মাসুদ, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম। বক্তব্য দেন মাওলানা খোবাইর, মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ আরমানি, মাওলানা মাহমুদ বিন মাদানি, মাওলানা আবদুস ছমি, মাওলানা রিদোয়ান, মাওলানা আবদুল হামিদ, মাওলানা শফিকুল ইসলাম ওবাইদি, কারি আবদুস ছত্তার, মাওলানা মাহমুদ উল্লাহ, মাওলানা আজিজুল্লাহ, মাস্টার হারুন, খোরশেদ আলম, মনছুর আলম, ইয়াসিন, নজরুল, মনির, গিয়াস উদ্দীন, সেলিম, ইসহাক, পারভেজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এআর/পিডি/টিসি