ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় সবাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকার্তা হিমাদ্রী খীসা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, পল্লী বিদ্যুতের জিজিএম শ ম মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, জয়িতা পুরুস্কারপ্রাপ্ত লেখিকা আরেফা বেগম, নছুমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা। সভাশেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।