ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘তরুণরাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
‘তরুণরাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি’ ...

চট্টগ্রাম: বিগত ১৫ বছরের অপশাসন, দুর্নীতি থেকে দেশকে বাঁচাতে তরুণ-যুবকরাই বুক পেতে রক্ত দিয়েছে। তরুণ-যুবকদের একটি সফল গণঅভ্যুত্থান মাধ্যমে দেশ অপরাজনীতি দুঃশাসনমুক্ত হয়েছে।

আজকের তরুণরাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শক্তি।  দুর্নীতির বিরুদ্ধে তরুণরাই ঐক্যবদ্ধ হলে একটি অপশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আন্দোলন সফলতা পাবে।
 

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পটিয়া উপজেলায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।  

পটিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুঞা জনী। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি এ অনুষ্ঠানের আয়োজন করেন।  

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্লাবন কুমার বিশ্বাস। মুখ্য আলোচক ছিলেন সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ। উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম। সভায় দুর্নীতিবিরোধী বিদসের ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি'র ইয়েস লিডার দীপা শীল। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কান্তি দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, উপজেলা দুপ্রক সহসভাপতি আবুল খায়ের, সদস্য রোকেয়া আকতার, টিআইবি পটিয়ার এরিয়া কো-অর্ডিনেটর এজেএম জাহাঙ্গীর. সনাক সহ-সভাপতি শীলা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।  

এর আগে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সনাক ইয়েস গ্রুপ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।