ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জমি নিয়ে বিরোধ, ইটের আঘাতে প্রাণ গেল নারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, অক্টোবর ২৩, ২০২৫
জমি নিয়ে বিরোধ, ইটের আঘাতে প্রাণ গেল নারীর নিহত রিপু আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে রিপু আক্তার (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স’লার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, রিপু আক্তার নামে গৃহবধুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জায়গা-সম্পত্তির জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি।  লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।