ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী আলিফ হত্যা মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আইনজীবী আলিফ হত্যা মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চার আসামি হলেন- রিপন দাশ, আমান দাশ, বিশাল দাশ ও রাজীব ভট্টাচার্য।

এপিপি রিয়াদ উদ্দীন বাংলানিউজকে বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রিপন দাশ, রাজীব ভট্টাচার্য,
আমান দাশ ও বিশাল দাশের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে রিপন দাশের ৫ দিন ও  রাজিব ভট্টাচার্য,
আমান দাশ, বিশাল দাশের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি বলেন, রাজীব ভট্টাচার্য, আমান দাশ ও বিশাল দাশ আলিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আর রিপন দাশের ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। আদালতে পুনরায় রিমান্ড আবেদন করা হয়েছিল।  

এরা আগে গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ১৫ জনকে আসামি করে মামলা হয়। মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দীন। গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছিলেন।

মামলার আসামিরা হলেন- কোতোয়ালী থানা এলাকার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য। গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।