ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে যত আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিজয় দিবসে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে যত আয়োজন ...

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা, লাখো শহীদের আত্মত্যাগ, নির্ভীক মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম, সশস্ত্রবাহিনীর অকুতোভয় সদস্যদের সাহসিকতা এবং বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য সমুন্নত রাখার লক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে থাকছে নানা অনুষ্ঠান।

এর মধ্যে রয়েছে রাত ০৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক নিতুর ডায়েরি।

অভিনয় করেছেন সাব্বির আহমেদ, দিলু মজুমদার, আরজুমান্দ আয়াবকুল, মো. শামিম, অনুপ্রিয়া, ম আ সালাম, আনোয়ার শাহী ও নাদিয়া। হাসি ইকবালের রচনা ও সুজন বড়ুয়ার পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন মো. জামাল উদ্দিন।
সার্বিক তত্ত্বাবধানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।  

চার পর্বের ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘বিজয়ের পথে’ প্রযোজনা করছেন মো. এরশাদ হোসেন ও মো. উমর ফারুক। প্রচার হবে দুপুর সাড়ে ১২টায়। শিশুতোষ নাটক ‘জীবন বাজি’ প্রযোজনা করেছেন মুহাম্মদ শাহজালাল সরদার। প্রচার হবে বিকেল ৫টায়। মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘বিজয় নিশান’ প্রযোজনা করেছেন মুহাম্মদ শাহজালাল সরদার, নেছার উদ্দিন ও মো. জামাল উদ্দিন। প্রচার হবে সকাল সাড়ে ৯টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।  

শিশুতোষ অনুষ্ঠান প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দীনা, প্রচার হবে সকাল ১০টায়, স্বরচিত কবিতা পাঠ প্রযোজনা করেছেন মো. সাদিকুল ইসলাম নিয়োগী, প্রচার হবে সকাল সাড়ে ১১টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায়। কবিতা আবৃত্তি প্রযোজনা করেছেন হাফিজ মো. আব্দুল বাতেন, প্রচার বেলা আড়াইটায়।  

দুই পর্বের নৃত্যানুষ্ঠান প্রযোজনা করেছেন মো. মোস্তাফিজুর রহমান, প্রচার হবে বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় । বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রযোজনা করেছেন মো. ইয়াদ আহমেদ, প্রচার হবে বিকেল সাড়ে ৫টায়। কবিতা ও গান প্রযোজনা করেছেন মো. সফির হোসাইন. প্রচার হবে রাত ৮টা ৩৫ মিনিটে। বিশেষ সংগীতানুষ্ঠান প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন, প্রচার হবে রাত ১০টা ২৫ মিনিটে। সংকলিত অনুষ্ঠান ২টি পর্ব বিজয় গাথা প্রযোজনা করেছেন মো. শফিকুল ইসলাম, প্রচার হবে সকাল ৯টায় এবং বেলা দেড়টায়।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।