ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

চট্টগ্রাম: আইসিটি মেলা উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।  

অর্ধশতাধিক দলের মধ্যে চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও সাউদার্ন ইউনিভার্সিটি।

 

ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেলটা ইউনিভার্সিটি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। এতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিজয়ী দলের সদস্য হিসেবে ছিলেন- নিশাত তাসনিম ইরা ও তাহিয়া তাবাসসুম। দুজনেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী।  

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে জিইসি কনভেনশন সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) এমদাদ উল বারী।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।