ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসী মামুন হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
প্রবাসী মামুন হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় সংঘর্ষে প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুন হওয়ার ঘটনায় মো. পারভেজ (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারভেজ মামলার ১৩নং এজাহারনামীয় আসামি এবং উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে।

রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

এর আগে, শনিবার(১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনার পর আমারা একজনকে গ্রেপ্তার করি। শনিবার অভিযান পরিচালনা করে আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।