ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সমুদ্র প্রকৌশল ও শিক্ষা নিয়ে আইমারেস্ট’র সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
সমুদ্র প্রকৌশল ও শিক্ষা নিয়ে আইমারেস্ট’র সেমিনার 

চট্টগ্রাম: ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IMarEST)-র বাংলাদেশ শাখার উদ্যাগে কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে সমুদ্র শিক্ষার ভবিষ্যৎ এবং সমুদ্র প্রকৌশলে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির এক্স-কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম জাকারিয়া।

সেমিনারে মূল বক্তা ছিলেন মাস্টার মেরিনার ও যুক্তরাজ্যের এমসিএ (মেরিন অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি)-এর প্রাক্তন সার্ভেয়ার ক্যাপ্টেন ফোরকানুল কাদের এবং নৌ-প্রকৌশলী ও জাতিসংঘের আইএমও মেরিটাইম অ্যাম্বাসেডর ড. সাজিদ হোসেন।

 

বক্তারা সামুদ্রিক শিক্ষা এবং প্রযুক্তিগত উন্নয়নের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে মূল্যবান দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন, বিশেষ করে সামুদ্রিক প্রকৌশলে প্রযুক্তিগত অগ্রগতির প্রভাবের উপর জোর দেন।

মূল বক্তৃতার পাশাপাশি, সেমিনারে আইমারেস্ট (IMarEST) বাংলাদেশের নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক পরিচিতি হয়। বিদায়ী কমিটির চেয়ারম্যান নৌ প্রকৌ. মাহমুদুন নবী, সেক্রেটারি নৌ প্রকৌ. আরিফুজ্জামান ও সদস্যদের সংগঠনের লক্ষ্য এগিয়ে নেওয়ার জন্য তাদের অসাধারণ কাজের জন্য প্রশংসা জানানো হয়। নবনির্বাচিত সদস্যরা ভবিষ্যতে আইমারেস্ট (IMarEST) বাংলাদেশের প্রবৃদ্ধি এবং উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।