ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই হোক বিজয় দিবসের মূলমন্ত্র’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই হোক বিজয় দিবসের মূলমন্ত্র’ ...

চট্টগ্রাম: ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের ওপর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জন করেছিল বাংলার দামাল ছেলেরা।

২০২৪ সালেও ছাত্রজনতার রক্তের বিনিময়ে আরেকটি নতুন বাংলাদেশ পেয়েছে জাতি। সেই স্বপ্নের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করাই হোক বিজয় দিবসের মূলমন্ত্র।
যেখানে কোনো অনিয়ম থাকবে না, সুশাসন প্রতিষ্ঠা পাবে।  

সোমবার (১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষে পটিয়ায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নেতারা এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা দুপ্রকের সভাপতি সৈয়দ খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, দুপ্রক সদস্য শফিউল আজম।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।