ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলি এবং হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেক-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

জানা যায়, গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল।

এ কর্মসূচিতে ভিকটিম কাজী মো. সোহেল অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন। আন্দোলন চলাকালীন সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালায়।
এছাড়াও দুষ্কৃতিকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম কাজী মো. সোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে বাঁচতে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে আব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা গুলি চালালে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এ ঘটনায় ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বারেক দিদার মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে আসামি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।