ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বকুল (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্টেশনের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালীর সৈকত আলীর ছেলে। তবে সে নগরের অক্সিজেন এলাকার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।

স্থানীয়রা জানান, ফিরোজা নুর টাওয়ারের পেছনে বকুল পুরাতন স্ক্র্যাপ মালামাল, কাগজপত্র ও প্লাস্টিক কুড়ানোর সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

 

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।