ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করে ছাত্র-জনতা হত্যাকারী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলা থেকে নগরের পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করে ছাত্র-জনতা হত্যাকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন স্যার বিস্তারিত জানাবেন।

 

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।