ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারত থেকে ২৭ হাজার টন চাল নিয়ে আসছে দ্বিতীয় জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ভারত থেকে ২৭ হাজার টন চাল নিয়ে আসছে দ্বিতীয় জাহাজ প্রতীকী ছবি

চট্টগ্রাম: ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালান সফলভাবে খালাসের পর জাহাজটি শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। এবার দ্বিতীয় চালের জাহাজ লোড করা হচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে।

আগামী শুক্র বা শনিবার প্রায় ২৭ হাজার টন চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে বলে আশা করা হচ্ছে।  

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার ২ লাখ টন চাল কিনছে। গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।  

২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।  

দ্বিতীয় জাহাজটি লোড করা হচ্ছে ভারতে। সোম বা মঙ্গলবার (৬-৭ জানুয়ারি) জাহাজটি ভারতের বন্দর ছাড়লে শুক্র বা শনিবার (১০-১১ জানুয়ারি) জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়বে আশাকরি।  

আরও পড়ুন: সাড়ে ২৪ হাজার টন ভারতের চাল নিয়ে বন্দরে ভিড়লো জাহাজ

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।