ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী থানার ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।  

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার কাসিম উল্লাহ প্রকাশ রাকিব (২১) বাশঁখালীর সরল এলাকার মো. ইউনুছের ছেলে।

র‍্যাব জানায়, বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি কাসিম উল্লাহ প্রকাশ রাকিব বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।

নগরের বক্সিরহাট এলাকায় অবস্থান করার গোপনে সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পৌনে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে বাশঁখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।