চট্টগ্রাম: ফুটপাত দখল করে দোকানের পসরা সাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টি, ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অপরাধে ৯ দোকানিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে ফিরিঙ্গিবাজারে এ অভিযান চালানো হয়।
চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান, অভিযানে জরিমানা ছাড়াও প্রায় ১০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এআর/পিডি/টিসি