চট্টগ্রাম: রোববার শুরু হচ্ছে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫। শিক্ষার্থীদের ফুটবল প্রতিভা তুলে ধরতে এবং ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন, রোটার্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি এবং পিএইচআর কমিউনিকেশন লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।
অংশ নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, মেরিন সিটি মেডিকেল কলেজ, ইনস্টিটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, চট্টগ্রাম কলেজ, হাজি মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) টাইগারপাসের চসিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং এতে শতাধিক খেলোয়াড় অংশ নেবে। প্রতিটি ম্যাচ আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হবে, যেখানে থাকবেন পেশাদার রেফারি। থাকবে প্রযুক্তিগত সহায়তা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ২৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে 'ডেস্টিনেশন ফেস্ট', যেখানে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে থাকবে লাইভ কনসার্ট।
মেয়র বলেন, এই প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, বরং শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সহনশীলতা শেখায়, যা ভবিষ্যতে তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইনশআল্লাহ চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার লক্ষ্য নিয়ে আমি এগুচ্ছি। ইতোমধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা খেলার মাঠ করে দেওয়ার চেষ্টা করছি এবং সাতটা খেলার মাঠের ভিত্তি স্থাপন হয়েছে অলরেডি। আমাদের আগ্রাবাদে যে জাম্বুরি মাঠটা আছে সেটাকে আমরা পার্ক থেকে আলাদা করে ফেলেছি। এই মাঠটির উন্নয়নে আমাদের সাথে জয়েন্টলি কাজ করার জন্য একটি ব্যাংক এগিয়ে এসেছে। আমরা তাদের সহায়তায় মাঠটিকে উন্নত করব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ডা. সরোয়ার আলম, প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটির প্রোগ্রাম চেয়ার হারুনুর রশিদ আকাশ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর এটিএম ফাউজুল কবির, মিডিয়া কোঅর্ডিনেটর তন্ময় চৌধুরী, ম্যানেজার অপারেশন ফয়সাল হোসেন বাতিন, আশরাফ ইফতি, ডা. শেখ আরাফাত, জিয়ন চৌধুরী, আদিল, ফাইরোজ, শিপন, রাফি, অপু, সবুজ, সাবরিনা শায়লা, জাকিয়া, ফাহিম, মুশফিক, আনাজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এআর/পিডি/টিসি