ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হবে: সৈয়দ এমদাদুল হক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হবে: সৈয়দ এমদাদুল হক 

চট্টগ্রাম: তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তোলার লক্ষ্যে ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খুলশীস্থ অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।  

সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর।

ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত, যেখানে আমাদের যুবসমাজ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারে। শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স তরুণদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে, যা ভবিষ্যতে তাদের আর্থিক ও পেশাগত মুক্তির দার উন্মোচন করবে।

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, আমাদের সমাজে বেকারত্ব একটি বড় সমস্যা। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তরুণরা ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করার সুযোগ পাবে। প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা স্বাবলম্বী হতে পারবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখতে পারবে। শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স এই ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেবে।

শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স তরুণদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করবে। এতে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স-এর চিফ কো-অর্ডিনেটর মুহাম্মদ এমদাদ ফয়সাল, কো-অর্ডিনেটর আহাদ নূর ও সালেহ নেওয়াজসহ শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স এর সদস্যরা।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।