চট্টগ্রাম: তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তোলার লক্ষ্যে ‘শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খুলশীস্থ অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।
সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, আমাদের সমাজে বেকারত্ব একটি বড় সমস্যা। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তরুণরা ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করার সুযোগ পাবে। প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা স্বাবলম্বী হতে পারবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখতে পারবে। শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স এই ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেবে।
শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স তরুণদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করবে। এতে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স-এর চিফ কো-অর্ডিনেটর মুহাম্মদ এমদাদ ফয়সাল, কো-অর্ডিনেটর আহাদ নূর ও সালেহ নেওয়াজসহ শাহ এমদাদীয়া ফ্রিল্যান্সার’স এর সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
পিডি/টিসি