চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদত হোসাইন বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। এটি শুধু বিনোদন নয়, বরং নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মানসিকতা গড়ে তোলে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নগরের কাতালগঞ্জের পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
‘কোয়ালিটি উইথ মুর্যালিটি’ স্লোগানে ‘অ্যানুয়াল স্পোর্টস মিট’এ অংশ নেয় প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর ড. একেএম সামছু উদ্দিন আজাদ এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দীন। তাঁদের সঙ্গে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পীস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি মুহাম্মদ মুহিবুল্লাহ চৌধুরী, একাডেমিক হেড আখতার হোসেন এবং হেড অব স্কুল অধ্যক্ষ মুহাম্মেদ তোফায়েল আজম প্রমুখ।
অর্ধশতাধিক ইভেন্টের মধ্যে ছিল ৬০ ও ১০০ মিটার দৌড়, মার্বেল দৌড়, বস্তা দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ, বল নিক্ষেপ ইত্যাদি।
দুই শতাধিক শিক্ষার্থী তাদের প্রত্যাশার পদকের জন্য লড়াই করে। পুরো আয়োজন তদারকি করার পাশাপাশি বিজয়ীদের গলায় পদক পরিয়ে দেন স্কুলটির হেড অব এনসি কাউসার রহমান, নুরুদ্দিন সাহেল, হেড অব এআইএস ছমির উদ্দীন এবং জুনিয়র সেকশনের কো–অর্ডিনেটর তাহমিনা হাবিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এআর/পিডি/টিসি