ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় মিলল ১৫ কেজি ওজনের মৃত ডলফিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
হালদায় মিলল ১৫ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার মৃত ডলফিন

চট্টগ্রাম: হালদা নদীর শাখা খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক সুরতহাল করে মাটিচাপা দেওয়া হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালের মজিদাপাড়া থেকে এ মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। প্রায় ১৫ কেজি ওজনের মৃত ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বাংলানিউজকে বলেন, ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি কাগতিয়া খালের ৩ কিলোমিটার দূরে নদীর বিনাজুরী এলাকা থেকে আরেকটি ডলফিন উদ্ধার করা হয়েছিল। এনিয়ে গত ৬ বছরে হালদা থেকে ৪৫টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। আর চলতি বছরে হালদায় মারা যাওয়া দ্বিতীয় ডলফিন এটি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।