চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।
তিনি বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের দক্ষিণ ফটিকছড়ির লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, খিরাম ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিহির চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন সহ উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এমআর/ টিসি