ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান জুলাই সনদ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, সেপ্টেম্বর ৩০, ২০২৫
রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান জুলাই সনদ বক্তব্য দিচ্ছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদই বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র কার্যকর সমাধান। এর আইনি ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে, দুর্নীতি-দলীয়করণ-একচেটিয়াতন্ত্রের অবসান ঘটবে এবং গণতন্ত্র হবে টেকসই।

এটি নতুন বাংলাদেশ গড়ার পথ উম্মুক্ত করবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ফেনী জেলা জামায়াতে নেতা-কর্মীদের নিয়ে এক প্রীতি সমাবেশ ও মিলনমেলায় তিনি এ কথা বলেন।

 

মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশে জনগণ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা, যেখানে সবার অধিকার সমানভাবে নিশ্চিত হবে। জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজন করলে জনগণের মধ্যে আস্থা ফিরবে। এ সনদ দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন মোড় দেবে এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু হলে ছোট-বড় সকল রাজনৈতিক দলই সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। এর ফলে জাতীয় ঐক্য, সহযোগিতা এবং অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আগামী দিনের বাংলাদেশ হবে জুলাই সনদভিত্তিক একটি নতুন বাংলাদেশ।  

ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ফেনী-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলার সাবেক আমীর এ কে এম শামছুদ্দিন, বর্তমান আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, ফেনী-৩ আসনের সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক, ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।  

সমাবেশে বক্তারা বলেন, ফেনীসহ সারাদেশে জামায়াতে ইসলামীকে বঞ্চিত ও দমন করার চেষ্টা হয়েছে। কিন্তু জনগণের ভালোবাসায় জামায়াত আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আগামীদিনের রাজনীতিতে জামায়াত হবে প্রধান শক্তি।  

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।