চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় নগরের বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, সহযোগী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কোতয়ালী, চকবাজার, বাকলিয়া, সদরঘাট, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিং, ইপিজেড ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালানো হয়।
আসামিরা হলেন- মো. ইমন (২৬), মো. জসিম উদ্দিন সিকদার (৪৫), মো. রিদুয়ানুল ইসলাম (২৮), মো. নুর কবির (৫৪), মো. শুক্কুর মিয়া (২৫), মো. মাহি সায়েদ (২৫), সুমন দাশ (৩৯), মো. সাইমন (২৫), মো. শাহীন (২৬), মো. ইমরান (৩৩), মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), মৃদুল চন্দ্র দে (৫৪), রুপম দে (৪২), মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০), জসিম উদ্দিন (৪০), ডা. মাওলানা ইউনুস অহিদ (৬৫), মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও মো. মনছুর আলী (৪৭)।
কোতয়ালী থানার আসামি চট্টগ্রাম কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আলী মাসুদ ও ইসলামীয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনছুর আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমআই/টিসি