চট্টগ্রাম: পটিয়া উপজেলায় ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পটিয়া মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি সাধারণ শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে পটিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।
তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা প্রশাসনের বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি।
বক্তারা বলেন, ধর্ষণ ও নিপীড়নের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিই/টিসি