ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পদ ছাড়লেন রিজাউর, নতুন আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
পদ ছাড়লেন রিজাউর, নতুন আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ...

চট্টগ্রাম: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন রিজাউর রহমান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আহ্বায়কের পদ ছেড়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র জমা দেন রিজাউর। পরে চট্টগ্রাম মহানগরে নতুন আহ্বায়ক করা হয় আরিফ মঈনুদ্দিনকে।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ছিলেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান বাংলানিউজকে বলেন, আমি সংগঠনের একজন একনিষ্ঠ সংগঠক হিসেবে বিগত সময়গুলোতে কাজ করে গেছি এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে শহিদ ভাই ও বোনদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে অবদান রাখার চেষ্টা করেছি। কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে যে নতুন ছাত্র সংগঠন হয়েছে, সেখানে আমাকে যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ছাত্র সংগঠনে কাজ করার মাধ্যমে দেশ ও জাতিকে নতুনভাবে সেবা করার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। তাই চট্টগ্রাম মহানগরের আহ্বায়কের পদ ছেড়েছি।  

তিনি আরও বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে আজীবন কাজ করে যেতে চাই। সংগ্রামই আমার পথ, রাজপথই আমার আস্থা, সহযোদ্ধারাই আমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।