ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের অভিযানে ১৩ দোকানিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
চসিকের অভিযানে ১৩ দোকানিকে জরিমানা ...

চট্টগ্রাম: পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

বুধবার (১২ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বাংলানিউজকে জানান,  অভিযানে বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচাবাজারের দোকানে মূল্য তালিকা না রাখা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে ১৩ দোকানিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  

একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

 

জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।