ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম: ১৬ বছরে পা দেওয়ায় পাঠকের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও প্রকাশিত জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’।  

শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে নগরীর এস এস খালেদ রোডস্থ চট্টগ্রাম ব্যুরো অফিসে ইফতার মাহফিলে রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ প্রতিদিনের যে অগ্রযাত্রা তা অব্যাহত রাখার পাশাপাশি সাংবাদিকতার যে মূল ভিত্তি সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুর রহিম, নগর বিএনপি নেতা কামরুল ইসলাম, বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, চকবাজার থানা কৃষক দলের আহ্বায়ক শিহাব খালেদ মুন্না, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা ইমন মোহাম্মদ, জিয়া পরিষদ নগর সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম অঞ্চলের এজিএম জহিরুল হক, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজমুদার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ডেপুটি ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাসসের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজের সভাপতি মো. শাহনওয়াজ, বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর কাজী আবুল মনুসর, কালেরকণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, ডেইলি সানের ব্যুরো প্রধানের নুর উদ্দীন আলমগীর, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, আমার দেশের ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সারওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, শাহনেওয়াজ রিটন, শহিদুল ইসলাম, নয়ন বড়ুয়া জয়, আবু বকর সিদ্দিক, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।  

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক রেজা মুজাম্মেল, আজহার মাহমুদ, ইমরান এমি, বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।