চট্টগ্রাম: ডিপি ক্লিনটেক ইউকে ও ইমপ্যাক্ট এনার্জি গ্লোবাল লিমিটেড কনসোর্টিয়ামের প্রতিনিধিরা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।
এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে।
সোমবার (১৭ মার্চ) এ বৈঠকে ডিপি ক্লিনটেক ইউকের প্রতিনিধি ম্যাটিও মোলেনা প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাবনা উপস্থাপন করেন।
ডিপি ক্লিনটেক ইউকে চট্টগ্রামে শতভাগ সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে ডিপি ক্লিনটেক এবং ইমপ্যাক্ট এনার্জির পক্ষে উপস্থিত ছিলেন ম্যাটিও মোলেনা, এবিএম ইকবাল মাহমুদ মারুফ, শৌরভ চক্রবর্তী, হাবিবুল হাসান, স্থানীয় পরামর্শক স্থপতি তারিকুল ইসলাম ও এনায়েত কবীর।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এআর/টিসি