চট্টগ্রাম: হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন রয়েছে।
আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামার রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে দেখা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই/টিসি