ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ধাতু চৈত্য বিহারে আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, অক্টোবর ৭, ২০২৫
ধাতু চৈত্য বিহারে আলোচনা সভা

চট্টগ্রাম: প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মুকুট নাইট ধাতু চৈত্য বিহারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ অক্টোবর) জ্ঞানীশ্বর-সংস্কৃতি সংঘ আয়োজিত  অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন মুকুট নাইট ধাতু চৈত্য বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ শীলদর্শী ভিক্ষু ও উদ্বোধক ছিলেন  বিহারের সহ-সভাপতি বাবু রুপন বড়ুয়া।

জ্ঞানীশ্বর-সংস্কৃতি সংঘের সভাপতি বাবু সানি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  সাবেক পুলিশ পরিদর্শক বাবু শ্যামল বড়ুয়া, বিশেষ অতিথি  ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাবু আশীষ বড়ুয়া, রতন বড়ুয়া বাবুল, ভীরুপম বড়ুয়া। উপস্থিত ছিলেন মুকুট নাইট ধাতু চৈত্য বিহার কমিটির সাধারণ সম্পাদক বাবু অরুপম বড়ুয়া, বাবলা বড়ুয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন দিব্য বড়ুয়া ও প্রান্ত বড়ুয়া বিজয়।

সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।