চট্টগ্রাম: চকবাজার থানাধীন বাকলিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আব্দুল্লাহ ও প্রাইভেটকার চালক মানিক।
দুজনকে গুলি করে হত্যার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
জানা গেছে, ছোট সাজ্জাদ ও সরওয়ার গ্রুপের মধ্যে বালুমহাল নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটে। ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে সহযোগিতা করার সূত্র ধরে ঘটনার সূত্রপাত হয়। সরওয়ার গ্রুপ বালুমহাল দেখে ফেরার পথে সাজ্জাদ গ্রুপ অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। সরওয়ার গ্রুপ প্রাইভেটকার নিয়ে যাওয়ার পথে রাজাখালী এলাকায় তাদের প্রাইভেটকারের পেছনে ধাওয়া করে ছোট সাজ্জাদ গ্রুপের সদস্যরা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে বলেন, প্রাইভেটকারকে পেছন থেকে নগরের বাকলিয়ায় নতুন ব্রিজের ওপর থেকে ধাওয়া করে চার থেকে পাঁচটি মোটরসাইকেল। পেছন থেকে একাধিকবার প্রাইভেটকার লক্ষ্য করে এবং ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাইভেটকার থেকেও পিস্তল নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা।
নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোড চন্দপুরা অংশে এসে প্রাইভেটকারে গুলি করে। গুলিতে সামনের সিটে বসা চালকসহ দুজন গুলিবিদ্ধ হন। সেখান থেকে ৪ জনকে উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হয়।
প্রাইভেটকারে থাকা গুলিবিদ্ধ হৃদয় বাংলানিউজকে বলেন, কর্ণফুলী নদীর পাড়ে বালুমহাল দেখতে একটি প্রাইভেটকার নিয়ে গিয়েছিলেন আব্দুল্লাহসহ ৬ জন। সেখান থেকে রাত সোয়া দুইটার দিকে বের হয়ে তুলাতলী এলাকায় এলে পেছন থেকে চার-পাঁচটি মোটরসাইকেল আমাদের ধাওয়া দেয়। পেছন থেকে আমাদের লক্ষ্য করে একাধিক স্থানে একাধিকবার গুলি করে। চন্দনপুরা এলাকায় এলে ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হাসান ও খোরশেদরা গুলি করলে সামনে চালকের সিটে থাকা একজন ও পাশের সিটের জন গুলিবিদ্ধ হন। আমি পেছনের সিটে শুয়ে গিয়ে কোনরকম বেঁচে গেছি এবং হাতে গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া গাড়িতে থাকা রবিনও গুলিবিদ্ধ হয়েছে। গাড়িতে থাকা ইমন ও সরওয়ার গাড়ি থেকে পালিয়ে গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রাইভেটকারটির (চট্টগ্রাম মেট্রো-গ ১২-৯০৬৮) পেছনের গ্লাসে তিনটি গুলি ও পেছনে একাধিক গুলির চিহ্ন রয়েছে। গাড়ির চালকের সিটে ও পাশের সিটে রক্ত লেগে আছে। গাড়ির একাধিক কাগজপত্র রক্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, বাকলিয়ার রাজাখালী থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে মোটরসাইকেল আরোহীদের একটি গ্রুপ। চন্দনপুরায় গুলির ঘটনা ঘটে। গুলিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, মরদেহ দুটি জরুরি বিভাগের লাশঘরে রয়েছে। জরুরি বিভাগের প্রবেশপথে স্বজনরা আহাজারি করছেন।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআই/টিসি/এমজেএফ