চট্টগ্রাম: চন্দনাইশের দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ ৩ জন আহত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন মিয়ার ছেলে রিকশা চালক জাহাঙ্গীর আলম (২২), রিকশা যাত্রী খাগরিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মো. ইমরান (২০) ও খাগরিয়া ১ নম্বর ওয়ার্ডের সুজা মিয়ার ছেলে মো. মোরশেদ (৩৫)।
জানা যায়, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
দোহাজারী হাসপাতালের চিকিৎসকরা জানান, রিকশা চালক জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসি/টিসি