চট্টগ্রাম: ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. শওকতুল মেহের, অধ্যাপক আশুতোষ নাথ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে গাজাবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে ৭ এপ্রিল সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এসি/টিসি