চট্টগ্রাম: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) যোহরের নামাজের পর গাউছে হাওলা দরবার শিবলী মঞ্জিলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
হাওলা দরবার শরীফের পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো.মোসাদ্দেক আহম্মেদ খান, মো.মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।
উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো.জুনায়েদ, মো.জাবেদ, মো.আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমআর/টিসি