ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিপিএইচ ইস্পাত কারখানায় দুর্ঘটনা, দুই শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
জিপিএইচ ইস্পাত কারখানায় দুর্ঘটনা, দুই শ্রমিক নিহত নিহত দুই শ্রমিক

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন, সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মীরসরাইয়ের করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন।

তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে রিফাতও মারা যান।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।