চট্টগ্রাম: সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন, সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মীরসরাইয়ের করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
বিই/পিডি/টিসি