ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
মাদকের মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন  প্রতীকী ছবি

চট্টগ্রাম: সাতকানিয়া থানার মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ এপ্রিল) চট্টগ্রামের দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক মো.জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

 

দণ্ডিতরা হলেন, ট্রাক চালক মো.আবুল হোসেন ও হেলপার মো.মাইন উদ্দিন প্রকাশ মানিক।  

আদালতে বেঞ্চ সহকারী রিটন বড়ুয়া বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল হোসেন ও মো. মাইন উদ্দিনকে যাবজ্জীবন, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো.জয়নাল উদ্দিন নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, সাতকানিয়া থানার আফজালনগর এলাকায় ২০২১ সালে ১৬ এপ্রিল র‍্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের কেবিনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৮ হাজার ৫ শত ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মাদক মামলা  করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা,এপ্রিল ২০, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।